কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ের এক ভারতীয় নাগরিকসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিকসহ আটক দুইজনকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।
বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে সীমান্তে অভিযান চালান বিজিবির সদস্যরা। এসময় বিদ্যাবাগিস সীমান্তের ৯৩৮ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ওই দুজন বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবির সদস্যরা ধাওয়া করে ভারতীয় নাগরিক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার জব্বার আলীর ছেলে বাবুল মিয়া ও বাংলাদেশী নাগরিক বিদ্যাবাগিস এলাকার ক্যাটক্যাটু মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে আটক করেন। শনিবার দুপুরে ভারতীয় নাগরিকসহ আটক দুইজনকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সস্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকসহ দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)