ভারতীয় ক্রিকেটের এক সময়ের তারকা যু্বরাজ সিং। অনেক দিনে ধরেই ক্রিকেটের বাইরে আছে তিনি। এবার সাবেক এই ক্রিকেটারের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।
ভারতের পাঞ্চখোলার এমডিসি সেক্টর-৪-এর বাসা থেকে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ঘটনাটি ছয় মাস আগের বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম খবর টাইম অব ইন্ডিয়া।
ঘটনাটি ছয় মাস আগে ঘটলেও সম্প্রতি বিষয়টি সবার সামনে আসে। এদিকে এই ঘটনায় বাড়ির কর্মকর্তাদের সন্দেহ করছেন যুবরাজের মা শবনম সিং। তিনি অভিযোগে জানান, মোট ৭৫ হাজার টাকা ও একাধিক গহনা চুরি দিয়েছে। তাদের বাড়ির একটি তালাবন্ধ কাপবোর্ড থেকে জিনিসগুলো চুরি গিয়েছে। এক্ষেত্রে তিনি অভিযোগ করছেন বাড়ির প্রাক্তন দুই মহিলা কর্মীর দিকে। যারা দীপাবলির সময় চাকরি ছেড়ে দিয়েছিল। পুলিশ অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ কর্তারা জানিয়েছেন যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। তবে এই বিষয়ে তাঁরা বেশি তথ্য দিতে নারাজ। নিরাপত্তার খাতিয়ে পুলিশ কর্তারা চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কোনও তথ্য তাঁরা জানালে সেটা চোরদের সুবিধা করে দিতে পারে।
কিছুদিন আগে চুরির কবলে পড়েন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর লক্ষাধিক টাকার ফোন চুরি যায় বলে তিনি অভিযোগ করেন। তিনি তাঁর বাড়িতে কাজ চলার জন্য ফোন রেখে গিয়েছিলেন বলে জানান। এরপর সেখান থেকে তাঁর ফোন চুরি হয়। তাঁর ফোনে অনেক ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর ছিল বলে জানা গিয়েছে। তাঁর বাড়িতে যেই রংয়ের কাজ হচ্ছে সেই কাজে বাইরে থেকে অনেক কর্মী এসেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
পরপর দুটো ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সমাজের হাইপ্রোফাইল মানুষরা চুরির কবলে পড়লে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও এই বিষয়ে উপরমহল থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে ঘনঘন ঘটে যাওয়া এইসব ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম