প্রাণঘাতী করোনা মহামারির জেরে আসন্ন টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর। শেষমেশ সেই সম্ভাবনাই সত্যি হতে পারে। কিছুদিন আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটমহলে খবর ঘোরাফেরা করছে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ ২ বছর পিছিয়ে ২০২২-এ অনুষ্ঠিত হওয়ার।
আগামীকাল বৃহস্পতিবারের (২৮ মে) বোর্ড মিটিংয়ে সেই খবরে সিলমোহর দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। যদিও আইসিসির মুখপাত্রের দাবি অনুযায়ী এখনও এ-বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পূর্বপরিকল্পনা মতোই প্রস্তুতি জারি রয়েছে।
আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী আইসিসি টি-২০ বিশ্বকাপ। তবে করোনা মহামারির জেরে এই মুহূর্তে টুর্নামেন্ট চূড়ান্ত অনিশ্চিত দেখাচ্ছে। আইসিসি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানালেও ২৮ মে’র বৈঠকেই স্থির হয়ে যেতে পারে বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে এখনই সরকারিভাবে ঘোষণা করা হবে কিনা বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার খবর, সেটাই শুধু দেখার।
আইসিসির এক প্রভাবশালী সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বৃহস্পতিবারের বোর্ড মিটিংয়েই টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রশ্ন শুধু, বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত এখনই ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে। বিশ্বকাপ যথা সময়ে আয়োজনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। মনে হয় না আইসিসি অথবা ক্রিকেট অস্ট্রেলিয়া সেরকম কিছু ভাবছে।’
আইসিসির মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, ‘বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কোনও সিদ্ধান্ত এখনও আইসিসির তরফে নেওয়া হয়নি। আগের মতোই প্রস্তুতি জারি রয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে যদিও এই নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যথা সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’