রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে করা মামলায় এক ছাত্রলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক। এর আগে মঙ্গলবার (৩০ মে) রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে এই মামলা করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্রেপ্তারকৃতরা হলেন- হাসিবুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঝিনাইদহ জেলার ইব্রাহিমের ছেলে ইসরাফিল হোসাইন। নওগাঁ জেলার মোজাম্মেল হোসেনের ছেলে স্বপন হোসাইন। তিনি রাবি লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। জয়পুরহাট জেলার গোলাম মোস্তফার ছেলে আব্দুর রাকিব ও একই জেলার আব্দুল কালামের ছেলে বিদ্যুৎ হাসান। কক্সবাজার জেলার আব্দুল কাশেমের ছেলে এনামুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র। পাবনা জেলার আব্দুল হান্নানের ছেলে সোহানুর রহমান। অভিযুক্ত উপজেলা কর্মকর্তা আবু হানিফ পুলিশ হেফাজতে আছেন এবং জাহিদ আল হাসান সিয়াম, মাইনুল ইসলাম, তানভীর আহমেদসহ অন্যান্যরা পলাতক রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। গ্রেপ্তারের পর তার নিকট জারিয়াতির বহু তথ্য-উপাত্ত পেয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, জালিয়াতির সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে একটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। এ ব্যাপারে কোনো ছাড় নয়। এই চক্রের মূল হোতাদের খুঁজে কাজ চলছে। এ ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপারেও দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার একরামুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন