৯৭তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে ‘বলী (দ্য রেসলার)’। দেশের নানা প্রতিযোগিতায় অংশ নেয়া ও পুরস্কার জেতার পর এবার অস্কারে বিশ্বের সেরা সিনেমাগুলোর সঙ্গে লড়বে সিনেমাটি। এটি পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর প্রথম সিনেমা।
নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়েছে। এরপর অস্কারের জন্য ছবি আহ্বান করেছে এই কমিটি। যাচাই বাছাই শেষে ১ অক্টোবর সর্বসম্মতিক্রমে ‘বলী’ ছবিটিকে চূড়ান্ত করা হয়েছে ৯৭তম অস্কারে পাঠানোর জন্য।
কানাডা থেকে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “বাংলাদেশের অস্কার কমিটি বলীকে গুরুত্বের সঙ্গে নিয়েছে, সে জন্য তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা অস্কার জিতব কি-না, জানি না। হয়তো জিতব না। তবে বছরের অন্য দশটা সেরা সিনেমার চেয়ে পিছিয়ে, এটাও মনে করি না।”
তিনি আরও বলেন, “বলীতে নাসির উদ্দিন খানের অভিনয় আমার চোখে এ বছরের সেরা। প্রিয়াম, ইতমাম, এনজেল—সবাই এককথায় অসাধারণ।”
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা “বলী”। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক ক্ষেপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০২২ সালের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেই শাখাগুলোরই একটি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম