ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মুষলধারে বৃষ্টির পর পাহাড় থেকে মাটি, পাথর ও গাছপালা ধসে পড়েছে।
উত্তর সুমাত্রা প্রদেশের চারটি পার্বত্য জেলার নদীর তীর ভেঙে পানির স্রোতে ঘরবাড়ি ও খামার ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত চারটি এলাকায় সামরিক ও উদ্ধারকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
‘কারো’ জেলার সেমাংগাট গুনুং এলাকায় উদ্ধারকার্য পরিচালনায় সর্বাত্মক চেষ্টা করছে কর্তৃপক্ষ। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জুসপ্রি এম নাদিয়াক জানান, স্থানীয় সময় রবিবার রাতে ভূমিধসে দুটি বাড়ি ও একটি কুঁড়েঘর চাপা পড়ে ছয়জন মারা গেছেন। আহত অবস্থায় ৯ জন সরে যেতে সক্ষম হন। এখনো নিখোঁজ রয়েছেন চারজন, তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
গত রবিবার দক্ষিণ তাপানুলি জেলার একটি নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আকস্মিক বন্যায় সেখানে কমপক্ষে ১০টি বাড়ি ভেসে গেছে, ১৫০টি বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা প্রধান পুপুত মাশুরি জানিয়েছেন, বন্যায় ১৩০ হেক্টরেরও বেশি কৃষিজমি ধ্বংস হয়েছে ও বহু মানুষ আহত হয়েছেন। ডেলি সেরডাং জেলায় আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু হয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম