ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বেটি লো’ গানের স্রষ্টা রতন কাহার। বৃহস্পতিবার বিকেলে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রতন কাহারকে এ তথ্য জানা হয়। শিল্পীর পরিবার জানায়, এ সম্মান তাদের কাছে ‘মেঘ না চাইতেই পানি পাওয়ার মতো।’
চলতি বছরে মোট ৩৪ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য। তাদের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোকসংগীত শিল্পী রতন কাহার। এ খবর ছড়িয়ে পড়তেই পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দাদের মধ্যে আনন্দের সীমা নেই। স্থানীয় সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র রতন কাহার নামের জয়জয়কার। অনেকেই বলছেন, অবশেষে তিনি জীবনের সন্ধিক্ষণে এসে যোগ্য সম্মানটুকু পেলেন।
৮৮ বছর বয়সী রতন কাহার বলেন, ‘আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত।’ এমন সম্মান পাওয়ার আগে তিনি যে সাধারণ কয়েকজন মানুষ ছাড়া সেইভাবে কারও কাছে সম্মান পাননি, সেই বিষয়টিও ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। রতন কাহারের জীবনে পদ্মশ্রী সম্মান নতুন এক অধ্যায় তৈরি করেছে বলেই সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা মনে করছেন।
যদিও বহু প্রচলিত, জনপ্রিয় রতন কাহারের একসময়ের লেখা “বড়লোকের বিটি লো” গানটি নিয়ে একসময় কম বিতর্ক হয়নি। ২০২০ সালে বলিউডের “গেন্দা ফুল” খ্যাত গায়ক, র্যাপার বাদশা “বড়লোকের বিটি লো” গানটি রতন কাহারের নাম ছাড়া ব্যবহার করলে বিতর্ক চরমে ওঠে।
এ নিয়ে রতন কাহার অভিমানের সুরে বলেন, “অনেকেই আমার লেখা ও সুর করা গান নিয়ে নিজের নামে লিখেছেন। আমি গরিব, অসহায়। লোকে বেইমানি করলে আমি কী করবো! আমরা মাটির গান লিখি, তবে অনেকেই আমাদের সম্মান দেন না।”
ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম