স্বাধীনতা ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মৌলভীবাজারে হতাহতের ঘটনা ঘটে। আজকের এই দিনে মঙ্গলবার ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার স্থানীয় শহীদ দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা ভরে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকালে পৌরসভার শহীদ মিনারের পাশে শহীদ বেদীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হয়।
এসময় জেলা পুলিশের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দগন।
১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা ক্যাম্পে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফোরণে অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন।
পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে চারিপাশ মৃত্যু পুড়ি সৃষ্টি হয়। পরে শহীদদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়। এরপর থেকে প্রতিবছর মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর এই দিনটিকে স্থানীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।