ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। এবার যুদ্ধ বন্ধে মৃত সন্তান কোলে নিয়ে প্রতিবাদ জানালেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলের এম্ফি থিয়েটারের ‘টু গাজা ফ্রম ঢাকা কনসার্টের’ মঞ্চে কোলে মৃত সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ফিলিস্তিনি মা। চোখে-মুখে ভয় ও আর্তনাদের ছাপ!
কনসার্টে একজন ফিলিস্তিনের মায়ের ভূমিকায় অভিনয় করেন মম। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের বিরুদ্ধে আমার প্রতিবাদ। গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা যুদ্ধ চাই না।
ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, যেই শিশু জন্মের পরই মারা যাচ্ছে, সে কিন্তু কোনোভাবেই জানে না কেন সে মারা যাচ্ছে। একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ হয় না তার। আমরা তেমনটাই দেখে আসছি ফিলিস্তিন যুদ্ধে। এই যে গণহত্যা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা শান্তি চাই।
কনসার্টে নিজেকে এভাবে উপস্থাপনের ব্যাপারে মম বলেন, সব চরিত্রের নাম হয় না। এ চরিত্রের নাম বলা যেতে পারে মানবতার জন্য। এখানে যেকোনো নাম কিংবা যেকোনো মানুষ হতে পারে।
মূলত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ওই কনসার্টটির আয়োজন করা হয়। আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট আয়োজিত ওই কনসার্টের পারফর্মে অংশ নেয়া ব্যান্ড ও শিল্পীরা কোনো পারিশ্রমিক নেননি। আর কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হবে ফিলিস্তিনে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম