চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবককে গুলি ও ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটি করেন জেলার আনোয়ার উপজেলার বারখাইন এলাকার বাসিন্দা ভুক্তভোগী কফিল উদ্দিন।
মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাঁশখালীর সাবেক এমপি মজিবুর রহমান, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, ডিবি প্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্দ মহসীন, জাহিদুল কবিরসহ ২৬ পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ, ওয়াসিম উদ্দিন, মোবারক আলী প্রমুখ।
মামলা সুত্রে জানা যায়, কোতোয়ালি থানার নিউমার্কেট মোড়ের গোল চত্বর এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন কফিল উদ্দিন। সেদিন আসামিদের নির্দেশে এবং পরিকল্পনায় তার ওপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
আজ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪০ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি