‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্যে বরগুনার আমতলীতে শোভাযাত্রা,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচি উদযাপন করে।
আজ রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ৭ স্টেপে শিশুদের হাত ধোয়া প্রদর্শন করা হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-নির্বাহী প্রকৌশলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।
বক্তারা বলেন,সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ ডায়রিয়া,৫০ ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ,২১ ভাগ শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫ টি শিশুর মধ্যে ১ টি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে।
আজ ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫১ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি