খুলনার পাইকগাছায় পৌরসদরে একটি দোকান থেকে টাকা চুরি করে পালানোর পর সিসি ফুটেজ দেখে চোরকে আটক করে পুলিশে দিয়েছে দোকান মালিক। ঘটনাটি গত বুধবার বেলা ১টার দিকে। পুলিশ ওই চোরকে থানা হেফাজাতে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের ঋষি পাড়ার কার্তিক দাশের ছেলে সুফল দাশ (৩২) তার স্ত্রীর জন্য ইমিটেশনের নেকলেস কেনার জন্য পৌরসদরের বাবু লেদার হাউস ও কসমেটিকসের দোকানে যায়। বাবু লেদার হাউস ও কসমেটিকসের দোকানের মালিক তৌহিদুল ইসলাম বাবু ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য ৫০হাজার টাকা টেবিলের উপর রেখে জমা বই লিখছিলেন। সু-চতুর সুফল ওই সময় ইমিটেশনের নেকলেস দেখাতে বলে। ওই সুযোগে চোর টেবিলের উপর থেকে ৫০হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সে একটি নেকলেস কিনে তড়িঘড়ি করে ওই দেকান থেকে বেরিয়ে যায়।
দোকান মালিক টাকা না পেয়ে সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্ত করে। সাথে সাথে দোকান মালিক ও তার লোকজন চোরের সন্ধানে বেরিয়ে পড়ে। অনেক খোজা খুজির এক পর্যায়ে তারা পৌর বাজার এলাকা থেকে চোর কে আটক করে। এ সময় চোরের স্বীকারোক্তি মতে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা উদ্ধার হয়। তবে বাকী টাকা উদ্ধার হয়নি। দোকান মালিক থানা পুলিশ কে জানালে তাৎক্ষনিক পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক হাসানুর রহমান চোর কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, চোর কে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)