কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ বাজার এএইচ সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। ১৯৫৬ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার ৬৮ বছরে মাদ্রাসা ক্যাম্পাসে কোন দলের রাজনৈতিক কর্যমূচি পালনের কোন নজির নেই। তবে এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার দুপুরে (১৩ নভেম্বর) মাদ্রাসা শাখা ছাত্রদলের আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীর চোখে রাজনীতি ও আগামীর বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
প্রতিষ্ঠার ৬৮ বছর পর মাদ্রাসা ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, শাহ বাজার এএইচ সিনিয়র ডিগ্রি মাদ্রাসা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা জেনেছি প্রাচীন এই প্রতিষ্ঠানটিতে ৬৮ বছরেও কোন রাজনৈতিক দলের পদচারনা হয়নি। আমরা আজকে দলের দাওয়াত দিতে এসেছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ৬৮ বছর পরে এসে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই ছাত্র সংগঠনের নিষিদ্ধের কোনো রেকর্ড নাই। বাংলাদেশ ছাত্রলীগ বলেন আর ছাত্রশিবির বলেন তারা কিন্তু ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে। এ প্রতিষ্ঠানের যারা ছাত্র রাজনীতি করতে চায় তারা বুঝতে পেরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন যে সংগঠন গণতন্ত্রের কথা বলে। এরা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসতে চায় এজন্যই মূলত আজকে এখানে আসা।
এ ব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম মিঞা জানান, মাদ্রাসা ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি বিগত দিনেও নিষিদ্ধ ছিলনা এখনো নেই। ছাত্রদলের পক্ষ থেকে আমার কাছে মৌখিকভাবে কর্মসূচি পালনের অনুমতি চাইলে আমি শর্তসাপেক্ষে তাদেরকে অনুমতি দিয়েছি। কর্মসূচি ঘিরে ক্যাম্পাসের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে সেটি তাদের বলা হয়েছে। আমরাও সেদিকে নজর রাখছি।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৫ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি