শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মাঝে রাত ৮টায় তিনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এর পরপরই গেমসের মশাল জ্বালাবেন কৃতী স্প্রিন্টার ইমরানুর রহমান ও কারাতেকা মারজান আক্তার। গেমসের মাঠের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে এর মধ্যেই।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভলিবল ও দাবা শুরু হয়েছে। গেমসের প্রথম পদকেরও নিষ্পত্তি হয়ে গেছে এদিন। দিনব্যাপী র্যাপিড দাবায় ছেলেদের মধ্যে ঢাকার মনন রেজা ও মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের অমনিয়া বিনতে ইউসুফ। মনন দাবায় পরিচিত হলেও নতুন মুখ অমনিয়া। দাবায় মোট ছয়টি সোনার নিষ্পত্তি হবে। আজ হবে ব্লিটজ ইভেন্টের খেলা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ সন্ধ্যায় শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের পর গেমস পুরোদমে শুরু হয়ে যাচ্ছে। ফুটবল, হকিসহ আরো পাঁচটি ডিসিপ্লিনের খেলা শুরু হচ্ছে আজ। ফুটবল হবে পল্টন আউটার স্টেডিয়াম এবং বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে। টার্ফে হবে মেয়েদের খেলা, আউটার মাঠে ছেলেদের। এখানেও আটটি বিভাগীয় দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনাল। হকিতে গত ডিসেম্বরেই হয়ে গেছে জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ। সেখানে রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। যুব গেমসে আবার নতুন করে মাঠে নেমেছেন এই খেলোয়াড়রা।