পূর্ণিমার প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে আমতলী উপকুলী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। মানুষ হাটু পরিমাণ পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। দ্রুত পায়রা ফেরির গ্যাংওয়ে সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বুধবার দুপুরে আমতলী পায়রা ফেরিঘাট এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, পায়রা ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ হাটু পরিমান পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছেন। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পায়রা নদী সংলগ্ন এলাকার মো. জিয়াউর রহমান বলেন, পূর্ণিমার প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে পায়রা নদী সংলগ্ন চর ও নিমাঞ্চল প্লাবিত হয়েছে। চরে বসবাসরত মানুষরা উচু স্থানে আশ্রয় নিয়েছে।
আমতলী গেইজ রিডার আবুল কালাম আজাদ বলেন, পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
পায়রা ফেরিঘাটের পরিচালক হাসান মিয়া বলেন, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত ফেরির গ্যাংওয়ে সংস্কার করা জরুরী।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি