কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দীয় নির্দেশনা মোতাবেক আগামী ০২ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক আঃ খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দীয় সংসদের সাবেক সহঃ সভাপতি মাহবুব মিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত সমাবেশ সফল করার লক্ষে ফুলবাড়ী উপজেলা কৃষক দলের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) বিকালে আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নেতাকর্মীরা কাছারি মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমানের সভাপত্বিতে ও সাধারন সম্পাদক মমিনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, সাবেক ছাত্রদল নেতা গোলাম মর্তুজা বকুল, জেলা কৃষকদলের সাবেক সদস্য আলতাফ হোসেন, উপজেলা যুব দলের যুগ্ন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাবেক ছাত্রদল নেতা তহিদুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি শাহিন আলম,সাধারন সম্পাদক হাসান আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিঞ্চু চন্দ্র সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বাংলাদেশের কৃষি উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য অবদানের স্মৃতিচারণ করে আগামী ০২ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা কৃষক সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানান।
আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি