কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবার দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার ইচ্ছার কথা জানিয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেখানে ট্রাম্প প্রস্তাব দিয়ে বলেন, কানাডার অনেক মানুষই যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়াকে স্বাগত জানাবে। কারণ, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে দেশটি অর্থনৈতিক দিক থেকে সুবিধা পাবে।
তিনি লেখেন, “যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকি দরকার হয় তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র। জাস্টিন ট্রুডো সেটি জানতেন। তাই তিনি পদত্যাগ করেছেন।”
ট্রাম্প আরও লেখেন, “দুই দেশ এক হয়ে গেলে বাণিজ্য শুল্ক থাকবে না, কর কমবে। আর রাশিয়া এবং চীনের কাছ থেকে কানাডার নিরাপত্তায় যে হুমকি আছে, তা থেকেও দেশটির সুরক্ষা নিশ্চিত হবে। একসঙ্গে কানাডা-যুক্তরাষ্ট্র কতই না বিশাল একটি জাতি হবে!”
কানাডায় রাজনীতি এবং অর্থনৈতিক নানা সমস্যার কারণে ট্রুডোর জনপ্রিয়তায় ধস নেমেছিল। এর মধ্যেই ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, আগামী ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর তিনি কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।
কানাডার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ মাদক এবং অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধ করতে না পারলে এই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সোমবার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে ট্রুথ স্যোশালে একরকম মজাই করলেন ট্রাম্প।
৭৮ বছর বয়সী ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদেও ট্রুডো সঙ্গে সম্পর্ক ভাল রাখেননি।
আর গতবছর ৫ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ট্রুডোর সঙ্গে সাক্ষাতের সময় থেকেই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা জানান দিচ্ছেন। কিছু পোস্টে ট্রুডোকে ‘গ্রেট স্টেট অব কানাডার গভর্নর’ বলেও তিনি কটাক্ষ করেছেন।
স্যোশাল মিডিয়ায় ট্রাম্প বারবারই বলে আসছেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হতে চায়। তবে, কানাডার পক্ষ থেকে ট্রাম্পের এমন প্রস্তাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম