রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা ১৭ জুলাই সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সভার সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস। মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিকের উপস্থাপনায় অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে টিকাদানের কার্যক্রম উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রংপুর জেলার প্রতিনিধি ডাঃ মাহবুবুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, মডেল থানার প্রতিনিধি উপ-পুলিশ পরিদর্শক এরশাদ আলম প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা ১৭ জুলাই সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সভার সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস। মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিকের উপস্থাপনায় অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।
এ্যাডভোকেসী সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, সমাজ সেবক, ব্যবসায়ী, ইএসডিও জানো প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ, ইএসডিও প্রসপারিটি-ইইউ প্রকল্পের প্রতিনিধিগণ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি