থানায় জিডি, অভিযোগ- মামলা ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোন টাকা পয়সা লাগে না বললেন কুমিল্লা জেলা মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। প্রভাষ চন্দ্র ধর মুরাদনগর থানায় যোগদান করেই এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক হতে হবে।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর আরও বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। হয় মাদক ছাড়ো না হয় মুরাদনগর ছাড়ো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ নিরলসভাবে কাজ করছে। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ওসি প্রভাষ চন্দ্র ধর। মুরাদনগরে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান করেন তিনি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি