চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া খৈয়াছড়া ঝরণা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেয়ে কাজল রেখা (২৫), মা নুরজাহান (৫৫) ও কাজলের আট মাস বয়সী ছেলে আনাস। তারা সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকা থেকে অটোরিকশায় পূর্ব খৈয়াছড়া আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। খৈয়াছড়া ঝরণা রাস্তার মাথায় দাঁড়িয়ে যাত্রীদের নামানোর আগেই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, আটকেপড়া অটোরিকশার যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৪ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি