প্রথম ওয়ানডেতে সেন্ট কিটসে দারুণ ব্যাটিং করলেও দ্বিতীয় ম্যাচে একই উইকেটে দেখা গেছে ভিন্ন চিত্র। কিন্তু ভাগ্য বদলায়নি কোনওটিতেই। দুই ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খুঁইয়েছে। এবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আজ সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্যারিবীয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যেখানে দুর্দান্ত ব্যাটিং করে প্রায় ৩০০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশ সেখানে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। যার ফলে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারতে হয় মেহেদী হাসান মিরাজের দলকে।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের। টাইগারদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। ফলে শেষ ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ মেহেদী হাসান মিরাজদের জন্য। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ওয়ানডে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ব্যাটিংয়ের কারণে ওয়ানডে সিরিজে এমন ভরাডুবির কথা স্বীকারও করে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ, ‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ের ভুলগুলোই আমাদের ডুবিয়েছে।’
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি। বোলাররা যেভাবে ম্যাচে ফিরেছে সেটি দারুণ ব্যাপার। তবে, উন্নতির জায়গা তো আছেই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি এই সিরিজ ৩-০ করতে পারব। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’
আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আট দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম