চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছে লা আলবিসেলেস্তেরা। আর এই টুর্নামেন্ট শেষেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। তাই বিদায়ের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন আবেগি হয়ে পড়ছেন তিনি।
সেমিফাইনালের আগে অবশ্য ডি মারিয়াকে নিয়ে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামা হয়নি তার। তাই সেমিফাইনালের আগে তাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে পুরোপুরি ফিট হয়ে সেমিফাইনালে মাঠে নামবে বামপ্রান্তে ঝড় তোলা ডি মারিয়া।
সেমিফাইনালের আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ডি মারিয়া ক্যাপশনে লিখেছেন প্রতি মিনিট উপভোগের কথা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে বেঞ্চে বসে ছিলেন ডি মারিয়া। তবে টিওয়াইসি বলছে সেমিতে একাদশে ফিরবেন তিনি। গ্রুপ পর্বের তিন ম্যাচে কোন গোল পাননি ডি মারিয়া। অ্যাসিস্ট করেছেন একটি।
সেমিতে কানাডার বিপক্ষে আর্জেন্টিনা ৪-৩-৩ ছকে খেলবে বলে জানিয়েছে ‘টিওয়াইসি স্পোর্টস’। তাদের রিপোর্টে বলা হয়েছে আক্রমণভাগে ডি মারিয়ার সঙ্গে থাকবেন মেসি ও লাউতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম