জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এ প্রস্তুতি ক্যাম্পে নাম নেই সাকিব আল হাসানের। তবে তিন দিনের ক্যাম্পের দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভির ইসলামের ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা।
জানা গেছে, সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন।
এদিকে ইমন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ডিপিএলের ১২ ম্যাচে ৪৮.৭৫ গড়ে ৫৮৫ রান করেছেন তিনি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আর সাইফউদ্দিন সর্বশেষ বিপিএলে ধারাবাহিকভাবে নিজেকে তুলে ধরেছেন পারফরম্যান্সের মাধ্যমে। ডিপিএলে ৪ ইনিংসে ব্যাট করে ১০১ রানের পাশাপাশি ১০ ইনিংসে উইকেট নিয়েছেন ১৩টি। যার ফলে এই দুই পারফর্মারই বড় চমক জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে।
প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ফলে ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে দলটি। ১০ ও ১২ মে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। ফলে আবারও ঢাকায় ফিরতে হবে দুই দলকে।
প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৩ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি