নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় বন্ড সই দিয়ে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। মামুনুল হকের জামিনের বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন তার আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন। এর আগে গত ৩ মে জামিনে কারামুক্ত হন মাওলানা মামুনুল হক।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা বন্ডে তা মঞ্জুর করেন।
মামুনুল হকের আইনজীবী জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় এক হাজার টাকা বন্ডে মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার এ মামলায় সাক্ষীদের জেরার দিন ধার্য ছিল। সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু, মামুনুল হক অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ার জারি করেন। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামুনুল হক। এক হাজার টাকা বন্ডে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হক ও তার কথিত স্ত্রীকে অবরুদ্ধ করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। পরে খবর পয়ে পুলিশ গিয়ে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদরাসার ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। ওই ঘটনার ১৫ দিন পর ১৮ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ গ্রেপ্তার করে। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার সঙ্গে রিসোর্টে থাকা ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। মামুনুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৮ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি