হার দিয়ে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয় বাংলাদেশের। সিলেটের সবুজ পিচে পেসাররা বাড়তি সুবিধা পাবে, এই ভাবনায় প্রথম টি-টোয়েন্টির একাদশে দেখা মিলে থ্রি-পেস-অ্যাটাকের। কিন্তু পেসাররা খুব একটা বিপদে ফেলতে পারেননি লঙ্কান ব্যাটারদের। আজ সিরিজ বাঁচানোর মিশনে তাসকিন, শরিফুলদের হাতেই আশা রাখতে হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টকে।
বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কয়েক দফা বসেছেন ক্রিকেটাররা। যেখানে কয়েকজনের সঙ্গে ওয়ান টু ওয়ান সেশনও হয়েছে। লিটন, শান্ত, সৌম্যকে নিয়ে লম্বা সময় আলোচনা করেছেন হেড কোচ। ব্যাটিং কোচ ডেভিড হেম্প থাকলেও, সে আলোচনায় ছিলেন না নিক পোথাস ও আন্দ্রে অ্যাডামস। সকালে সিলেট ঘুরতে বের হয়েছিলেন তারা।
স্বাগতিক একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা আছে। রিশাদের জায়গায় তাইজুল খেলতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে টসের আগে।
এখন পর্যন্ত ১৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫৯টিতে জয়, ৯৬টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১৪ বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।
টাইগারদের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও জাকের আলী।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম