ইতিহাস গড়লেন হাবিবুর রহমান সোহান। ভেঙে দিলেন মাশরাফীর রেকর্ড। বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে পেছনে ফেলে তিনিই এখন লিস্ট এ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান। বৃহস্পতিবার ৪৯ বলে শতক হাকিয়ে এই কীর্তি গড়েন সোহান।
জাতীয় দলের বাতাস যদিও এখনো গায়ে লাগেনি, তবুও ক্রিকেট নিয়ে যারা খোঁজ-খবর রাখেন, তাদের কাছে পরিচিত মুখ হাবিবুর রহমান সোহান। হার্ড হিটিংয়ে পারদর্শী বলেই বেশ পরিচিতি তার। খেলেছেন সর্বশেষ বিপিএলেও।
এখন সোহান ব্যস্ত সময় পাড় করছেন বিসিএলে। যেখানে আজ কক্সবাজারে উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে বিধ্বংসী এক শতক হাঁকান তিনি। মাত্র ৪৯ বলে স্পর্শ করেন তিন অংকের ঘর। শতক পূরণ করার পথে মারেন ৭ চার ও ৮ ছক্কা।
তার এই শতকে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম শতকের রেকর্ডটিও লেখা হলো নতুন করে। মাশরাফী বিন মোর্ত্তজাকে পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেছেন সোহান।
এর আগে মাশরাফী ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল নারায়ণগঞ্জের ফতুল্লায়।
৪৯ বলে শতক হাঁকানো সোহান থামেন ৬১ বলে ১১৭ রান করে। এমন রেকর্ড গড়া দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তার দল। মধ্যাঞ্চলের করা ২০১ রানের সংগ্রহ ২৫.২ ওভার বাকি থাকতেই পেরিয়ে যায় উত্তরাঞ্চল।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম