রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রাশিদুল হাসান তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষ জামিনের দাবি জানালেও আদালত তা নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেয়।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে আসামিরা বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করছে।
তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে তাদের সঙ্গীয় অফিসারদের সহায়তায় হাতে-নাতে আটক করেন।
আটক হওয়ার পর সালমান এফ রহমানের কাছে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঁ, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেকিনি সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ৬ হাজার ২৩০ ভুটানি এনগুলট্রাম, এক হাজার ভারতীয় রুপি এবং ৩ হাজার ৩২০ থাই বাথ পাওয়া গেছে। তার কাছে একটি কূটনৈতিক পাসপোর্টসহ ছয়টি পাসপোর্ট ছিল।
অন্যদিকে আনিসুল হকের কাছে ১৭ হাজার ৫১২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার ছিল। তার সঙ্গে তিনটি ভিন্ন কূটনৈতিক পাসপোর্ট ছিল।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং জিজ্ঞাসাবাদে তারা পরস্পর বিরোধী বক্তব্য দেন। তাদের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ রেজ্যুলেশন আইনে অপরাধের অভিযোগ ও রয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম