রাণীশংকৈলে চলছে ৩ দিনব্যাপি ঐতিহাসিক গৌরকই মেলা। গত রবিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বহুল পরিচিত, প্রচীন ও ঐতিহাসিক গৌরক্ষনাথ (গৌরকই) মন্দির চত্বরে ৩ দিনব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সম্পাদক দীপক কুমার রায়।
ওই মন্দির কমিটির সভাপতি কাশীনাথ দাস অধীকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভারতের সাবেক এম এল এ প্রনব কুমার নাথ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সনাতন ধর্মলম্বীদের নেতা এ্যাডঃ অতুল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মেলায় বিভিন্ন পরসা নিয়ে প্রায় শতাধিক স্টল ও দোকান বসবে বলে মেলা কমিটি জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ আগে মেলা উপলক্ষে একটি নলকূপ স্থাপন এবং মন্দির সংস্কারের জন্য ২৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে।এছাড়াও মেলায় সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ জানান।
প্রসঙ্গত: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে একটি জনশুন্য এলাকায় প্রায় ৫’শ বছর আগে অবস্থিত এই ঐতিহাসিক গৌরক্ষনাথ মন্দির। প্রতিবছরের ন্যায় শিব চতুর্দশী উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে ৩ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মের শত শত নারী পুরুষ মেলায় এসে মন্দিরে অবস্থিত (কথিত) অলৌকিক কুপে পূর্ণস্নান করেন। অতীতে মন্দিরটি প্রায় ২৭ একর জমি উপর অবস্থিত ছিলো। বর্তমানে ৮-৯ একর জমি মন্দিরের দখলে আছে। বাকী জমিগুলো বেদখল হয়ে গেছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান