এবার ৬ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের সিংহাসনে বসলো মেসির আর্জেন্টিনা। এর আগে গত ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য এসেছে দুসংবাদ। সেলেসাওরা শীর্ষস্থান থেকে দুইধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমে গেছে।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে নেইমারের দেশ ব্রাজিলকে নিচে নামিয়ে শীর্ষে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই তালিকায় দুইয়ে উঠে এসেছে বিশ্বকাপের রানার্সআপ দল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়া, শীর্ষ ১০ নম্বরে বাকি দলগুলোর অবস্থান অপরিবর্তিত রয়েছে। ৪ থেকে ১০ এর মধ্যে থাকা বাকি দলগুলো হলো যথাক্রমে- বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। বাংলাদেশের র্যাংকিং আগের মতোই ১৯২ নম্বরেই রয়েছে।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি