চলমান কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত একটায় মাঠে গড়ায় ম্যাচটি। ম্যাচের ৩৫ মিনিটে মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ডি বক্সের ভেতরে বাঁপাশে শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ চূরমার করে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর।
বিশ্বকাপের নকআউট পর্বে এটি মেসির প্রথম গোল। আর এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ পূর্ণ করলেন আর্জেন্টিনার অধিনায়ক ও সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।
সাতবারের ব্যালন ডি অর জয়ী ক্যারিয়ারের প্রায় ৮০ ভাগ ম্যাচই খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালান ক্লাবটির পক্ষে মেসি মাঠে নেমেছেন ৭৭৮টি ম্যাচে। এছাড়া বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলেছেন ৫৩টি ম্যাচ। আজ আর্জেন্টিনার হয়ে খেলছেন ১৬৯তম ম্যাচ।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যে মেসি নিজের করে নিয়েছেন। এখন তার সামনে বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ। বিশ্বকাপে মেসি খেলেছেন ২৩টি ম্যাচ। সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লুথার ম্যাথিউসের।
মেসি যদি চলতি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেন তাহলে ওই রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। সেমিফাইনাল জিতে ফাইনাল খেললে বা সেমিফাইনেলে হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলা হবে মেসির।