নীলফামারীর ডোমারে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর (রবিবার) উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় রাকিব ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০০০ টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটোয়ারী পাড়া গ্রামে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করলে ১২ টা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসময় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৪ এর ক এর ১ ধারা লংঘনের দায়ে ৫ এর ২ এর খ ধারায় ৩০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চায়না দুয়ারী জালসহ অবৈধ সকল জাল ক্রয়, বিক্রয় ও ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন উপজেলা মৎস কর্মকর্তা মো: মামুনুর রশিদ। এছাড়াও অভিযানে সহযোগিতা করেন ডোমার থানার সদস্যবৃন্দ।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি