মুরাদনগরে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী থাকলেও তারা মাঠে না থাকায় জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।
আসন্ন মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরবর্তীতে দুই প্রার্থী আপিল করে মনোনয়নপত্র ফিরে পেলেও তারা এখন মাঠে নেই। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কুমিল্লা -৩,মুরাদনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের সুযোগ্য পুত্র, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আহসানুল আলম সরকার কিশোর ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং মাঠ চষে বেড়াচ্ছেন মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নের প্রতিটি গ্রামে।
জানা গেছে, ডক্টর আহসানুল আলম সরকার কিশোর ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সাধারণ ভোটারের চাপ-সমর্থনে প্রার্থী হন। তিনি ব্যতিত অন্য কোনো প্রার্থী মাঠে সক্রিয়ভাবে মাঠে না থাকায় দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৭ | রবিবার
ডিবিএন/এসই/ সোহেপ