আমেরিকায় ফের বন্দুকধারীর তাণ্ডব। ফিলাডেলফিয়ার রাস্তায় গুলি চালিয়ে চারজনকে হত্যা করলো এক বন্দুকধারী। গতকাল সোমবার (৩ জুলাই) ৪০ বছর বয়সী এক বন্দুকধারী গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ফিলাডেলফিয়ার রাস্তায় গুলি চালাতে থাকে।
তিন চারটি আলাদা জায়গায় সে গুলি চালায়। এর ফলে দুই অপ্রাপ্তবয়স্কসহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
এর একদিন আগেই বাল্টিমোরে এক বন্দুকধারী দুইজনকে হত্যা করেছে এবং ২৮ জনকে আহত করেছে। এই বছরে এখনো পর্যন্ত আমেরিকায় ৩৩৯ বার প্রকাশ্যে গুলি চললো।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে তাড়া করে। তারপরেও অভিযুক্ত গুলি চালাতে চালাতে পালাতে থাকে। পরে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
তিনি বলেছেন, এখন আমরা শুধু এটুকুই জানি, ওই ব্যক্তি বাড়ি থেকে বেরোনোর সময়ই গুলি চালিয়ে মানুষকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। তার কাছে প্রচুর গুলি ছিল। তার কাছে একটা রাইফেল ও একটা হ্যান্ডগানও ছিল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন