এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। আজ বুধবার থেকে এই আবেদন শুরু হবে চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলে সে চাইলে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। ঘরে বসেই এ আবেদন করা যাবে। বোর্ড তার উত্তরপত্র যাচাই-বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে।
এদিকে, ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
ফল পুনঃনিরীক্ষণ আবেদনের প্রক্রিয়া
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘RSC’ লিখে স্পেস দিয়ে ‘বোর্ডের নামের প্রথম তিন অক্ষর’ লিখে স্পেস দিয়ে ‘রোল নম্বর’ লিখে স্পেস দিয়ে ‘বিষয় কোড’ লিখে পাঠাতে হবে ‘১৬২২২’ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।
পরে ‘RSC’ লিখে স্পেস দিয়ে ‘YES’ লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি ‘মোবাইল ফোন নম্বর’ লিখে ‘১৬২২২’ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেসব বিষয় দুইপত্রের সেক্ষেত্রে দুটিতেই শিক্ষার্থীদের আবেদন করতে হবে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম