আবারো ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প আঘাত হানার পরই আতঙ্কিত হয়ে লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে সোমবার (৬ মে) রাত ১টার দিকে এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ায় ফাকফাক এলাকার ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১২.১ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, ভূতাত্ত্বিক অবস্থার কারণে মাধেমধ্যেই এশিয়ার বৃহত্তম দ্বীপ দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে থাকে। গত মাসের শেষের দিকেও ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪২ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি