ইন্দোর টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ৭৬ রান। তারপরও কিছু একটা করে ফেলার আত্মবিশ্বাস ছিল ভারতের। তবে তেমন কিছু শুক্রবার হতে দেয়নি অজি ব্যাটাররা। অনেকটা হেসে খেলেই সিরিজের তৃতীয় টেস্ট ৯ উইকেটে জিতে নিয়েছে সফরকারীরা। এরফলে ভারতের মাটিতে ৬ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল স্টিভেন স্মিথরা।
৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুক্রবার অস্ট্রেলিয়া হারায় ১ উইকেট। এরপর জয় নিশ্চিত হয় তাদের। এর আগে তৃতীয় দিনে স্কোরবোর্ডে রান তোলার আগেই বিদায় নেন উসমান খাজা। ভারত জয়ের স্বপ্ন দেখাই শুরু করেছিল। তবে সেটা সত্যি হতে দেননি দুই অস্ট্রেলীয় ব্যাটসম্যান ট্রাভিস হেড আর মারনাস লাবুশেন। ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে নেন তারা। হেড ৫৩ বলে ৪৯ আর লাবুশেন ৫৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এরআগে প্রথম ইনিংসে ভারত ১০৯ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াও ১৯৭ রানের বেশি করতে পারেনি। ৬ উইকেট হাতে নিয়ে আর ৪৭ রানে এগিয়ে থেকে কাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ভেঙে পড়ে হুড়মুড় করে। ১১ রান তুলতেই তারা হারায় ৬ উইকেট। ভারতের সামনে সুযোগ ছিল অস্ট্রেলিয়াকে চতুর্থ ইনিংসে আরও বড় ধরনের চ্যালেঞ্জ জানানোর, কিন্তু সেটি হয়নি অফ স্পিনার নাথান লায়নের কল্যাণে। তিনি ৮ উইকেট নেন ৬৪ রানে। ভারত গুটিয়ে যায় ১৬৩ রানেই।