রাশিয়ার মধ্যাঞ্চলে মৌসুমী ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত ১০ জন। গতকাল রোববার (৩০ জুলাই) ঐ দুর্যোগে আরও ৭৬ জন আহত হয়েছেন। লাইভ মিন্ট ডটকমের খবর।
রশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রলয়ংকারী ঝড়ে বিপর্যস্ত ৮টি অঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলগা নদী তীরবর্তী শহর মারি এল। সেখানে ক্যাম্পিং করছিলেন কয়েকশ’ মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঐ জায়গায় প্রাণ হারান ৮ জন; আহত কমপক্ষে ২৭।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাছাড়া, অন্যান্য অঞ্চলে ভেঙে পড়েছে অর্ধ-শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। বিদ্যুৎহীন অবস্থায় আছে লাখের কাছাকাছি বাসিন্দা। দুর্যোগপূর্ণ এলাকাগুলোয় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ঝুঁকিপূর্ণ ভবন, গাছের তলায় থাকা আশ্রিতদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তাছাড়া, গ্রীষ্মকালীন ছুটি বাতিলের মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের ক্যাম্প থেকে ফেরানোর আহ্বান জানিয়েছে প্রশাসন।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন