চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণে সার্বিক সহায়তা করে স্থানীয় সামাজিক সংগঠন তৃণমূল সামাজিক সাংস্কৃতিক ও যুব উন্নয়ন সংস্থা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার (২৪ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রায় ২ শতাধিক শীতার্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি রবিউল হক চৌধুরীর সভাপত্তিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক-মুহাম্মদ বরকত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্ঠা ও বিশিষ্ঠ ক্রীড়াবিদ- এ.এস.এম ইকবাল মোর্শেদ, সংগঠনের উপদেষ্ঠা ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী- এম.সেলিম বাদশা, সমাজসেবক- মোঃ আলী ইসলাম, মোঃ মোস্তফা করিম কাউছার, মোঃ অলি উদ্দিন হাওলাদার, মোঃ গাজী বাবু।
বক্তারা বলেন, প্রতিটি মানুষেরই দায়বদ্ধতা আছে এবং দায়বদ্ধতা পালন করাই সবারই দায়িত্ব। তাহলে সমাজের মানুষগুলো ভালো থাকতে পারেন। যার যার সার্মথ্য অনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে থাকার আহবান জানান ।
এতে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের অর্থ সম্পাদক- মোঃ ইয়াছিন ভূঁইয়া, ইউডিএল এর চেয়ারম্যান- সামির হোসেন মোহন, তৃণমূলের যুব ও ক্রীড়া সম্পাদক- আলী আকবর মুন্না, সহ আরো উপস্থীত সদস্যবিদ্য ।