নেপালে ৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ৫ জনই মেক্সিকোর নাগরিক এবং একজন হেলিকপ্টারটির পাইলট। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির মালিকানা মানাঙ নামে একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি হেলিকপ্টারে করে দর্শনার্থীদের নিয়ে হিমালয় পর্বতমালার এভারেস্ট চূড়া পরিদর্শন করে থাকে।
নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সলুখুম্বু জেলার লিখুপাইক পৌরসভার লামজোরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে পৌরসভার উপপ্রধান নওয়াঙ লাকপা শেরপা জানিয়েছেন, প্রথমে স্থানীয়রা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি দেখতে পান। পরে তারা পৌরসভায় খবর দেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, ‘হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে সলুখুম্বুর দিকে যাচ্ছিলো। সকাল দশটার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
তিনি আরও জানান, হেলিকপ্টারটির কল সাইন ছিল ৯এনএমভি এবং সকাল ১০ টা ১২ মিনিটে সেটি রাডার থেকে মুছে যায়। চপারটিতে ৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই মেক্সিকান নাগরিক।
নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক টুইটে বলেছে, ‘সবমিলিয়ে চাপরটিতে ৬ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৫ জন যাত্রী এবং ১ জন ক্যাপটেন।’ পাইলটের নাম চেত গুরুঙ।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন