কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক মামলার সাজার ভয়ে ভূয়া ডাক্তার সেজে আত্মগোপনে থাকলেও অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন মমিনুল ইসলাম (৩০) নামের এক মাদক কারবারি। দীর্ঘদিন পর গত শনিবার(২৩ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, ২০১৪ সালে মাদকসহ গ্রেফতার হয় ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের মাদক কারবারি মোঃ মমিনুল ইসলাম। মাদক মামলায় জামিন পাওয়ার পর দীর্ঘদিন লালমনিরহাট জেলার পাটগ্রামে ডাক্তার পরিচয়ে লুকিয়ে থাকেন তিনি। পরবর্তীতে তার অনুপস্থিতিতেই ২০২২ সালে উক্ত মাদক মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। আদালতের রায়ের পরও আত্নসমর্পণ না করে তিনি আত্নগোপনেই থাকেন।
এদিকে তাকে গ্রেফতারের জন্য ফুলবাড়ী থানা পুলিশ দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালাতে থাকে। এক পর্যায়ে ভূয়া ডাক্তার পরিচয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মমিনুলকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজার ভয়ে আত্নগোপনে থাকা মমিনুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি