নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ ছিল ৬ ঘন্টা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কোনো ফ্লাইট এ কারনে বাতিল করা হয়নি।
বেলা পৌনে একটার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এ কারনে বিমানের কয়েকটি ফ্লাইটের যাত্রীরা অপেক্ষা করছেন। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিমান বন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ ও গতিবেগ ঘন্টায় উত্তর পশ্চিম দিক থেকে ৫ কিলমিটার। এসময় দৃষ্টিসিমা (ভিজিবিলিটি) ছিলো মাত্র ৪০০-৫০০ মিটারের মধ্যে।
তিনি বলেন, বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। দুপুরের আগে এ আবহাওয়ায় ফ্লাইট চলচলের সম্ভাবনা খুবেই কম। শীতকালে মুলত এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করে বিমান চলাচল করে থাকে।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি