ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে গত ১৩ মার্চ দুপুরে রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী জিল্লুল হাকিম ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা জানিয়েছিলেন। ওইদিন রেলমন্ত্রী জানান, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন।
অনলাইনের মাধ্যমে সব টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি হবে।
ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।
ঈদযাত্রার টিকিট
২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকেট। পরদিন ২৫ মার্চ পাওয়া যাবে ৪ এপ্রিলের টিকিট। পাশাপাশি ২৬ মার্চ মিলবে ৫ এপ্রিলের টিকিট। এরপর ২৭ মার্চ পাওয়া যাবে ৬ এপ্রিলের টিকিট। অন্যদিকে, ২৮ মার্চ বিক্রি হবে ৭ এপ্রিলের টিকিট। পাশাপাশি ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের টিকিট। এছাড়া ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।
ফিরতি টিকিট
ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। ওইদিন পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। পাশাপাশি ৪ এপ্রিল বিক্রি হবে ১৪ এপ্রিলের টিকিট। পরদিন ৫ এপ্রিল মিলবে ১৫ এপ্রিলের টিকিট। এছাড়া ৬ এপ্রিল বিক্রি হবে ১৬ এপ্রিলের টিকিট। আর ৭ এপ্রিল দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। অন্যদিকে, ৮ এপ্রিল বিক্রি হবে ১৮ এপ্রিলের টিকিট এবং ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের আগাম ট্রেনের টিকিট।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম