রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আরো ৭২ ঘণ্টা বা তিনদিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্টের মেয়াদ বাড়িয়েছে আবহাওয়া অধিদফতর। অর্থাৎ হিট অ্যালার্টের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত হবে।
আজ রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতর থেকে প্রথমবার তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি