ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাশিয়া যে প্রস্তাব উত্থাপন করেছিল জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে তা বাতিল হয়েছে। ভোটাভুটিতে ওই প্রস্তাব পাস হয়নি।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, সোমবার (১৬ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও ফিলিস্তিনে বেসামরিক লোকজনকে হত্যার নিন্দা জ্ঞাপনের পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরায়েল ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্তি, মানবিক সহায়তা করিডোর গঠন এবং বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সেফ প্যাসেজের দাবিও অন্তর্ভুক্ত ছিল।
যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ৪টি রাষ্ট্র এর পক্ষে এবং যুক্তরাষ্ট্রসহ অপর ৪টি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। আর বৈঠকে উপস্থিত অপর ছয়টি রাষ্ট্রের প্রতিনিধিরা ভোটদান থেকে বিরত ছিলেন।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘আমরা ব্যর্থতার মুখোমুখি হয়েছি। তবে এ প্রস্তাব নিরাপত্তা পরিষদকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে।’
যুক্তরাজ্য রুশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, ‘রাশিয়ার উত্থাপিত প্রস্তাবে সব পক্ষের পরামর্শ নেওয়া হয়নি। হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে ব্যর্থ, এমন একটি প্রস্তাব আমরা সমর্থন করতে পারি না।’
সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, ‘অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতি ঘণ্টায় ১২ জনের প্রাণ যাচ্ছে। সেখানে ইসরায়েলকে প্রতিহত করা নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিনিদের জীবনের মূল্য নেই, দয়া করে এমন কোনো বার্তা দেবেন না। আমাদের মাথার ওপর বোমা ফেলার জন্য ইসরায়েলের কোনো দায় নেই, এমন কথাও বলবেন না।’
রুশ প্রস্তাবটি বাতিল হলেও ব্রাজিলের পক্ষ থেকে এ-সংক্রান্ত আরেকটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হতে পারে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম