বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। আমরা শুনেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছে। কিন্তু পরবর্তীতে শোনা গেল তারা বিভিন্ন দেশে পালিয়েছে। জনগণের সঙ্গে এ ধরনের প্রতারণা কেন?
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বাহাদুর শাহ পার্ক এর সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার হয় না কেন, দেশবাসী তা জানতে চায়।
তিনি আরো বলেন, ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছিল ২০১৯ সালের শেখ হাসিনার শাসনামলে। কিন্তু প্রয়োজনীয় ওষুধপত্র ক্রয় করা হয়নি।
এদিন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনসহ প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি