বিপিএলের দশম আসরে বাজে সময় পার করছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৩৭ রানের পুঁজি পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনকে শিকার করে বিলাল খান। শান্ত ৫ রানে এলবিডব্লিউ হলেও ১ রান করে বিলালের বলে বোল্ড হন মিঠুন।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া সিলেটকে টেনে তোলেন হ্যারি টেক্টর এবং জাকির হাসান। এই দুজনের জুটি ভাঙেন নিহাদুজ্জামান। ২৬ বলে ৩১ রান করে আউট হন জাকির। রায়ান বার্লকে সঙ্গে নিয়ে হাল ধরেন টেক্টর। দুজনে মিলে গড়েন ৪০ রানের জুটি। টেক্টরকে (৪৫) ফিরিয়ে এই জুটিও ভাঙেন বিলাল।
শেষদিকে রায়ান বার্লের ২৯ বলে ৩৪ এবং আরিফুল হকের ১২ বলে ১৭ রানের দুটি অপরাজিত ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় সিলেট। চট্টগ্রামের হয়ে তিন উইকেট নেন বিলাল, নিহাদুজ্জামান উইকেট নেন একটি।
জবাবে ব্যাটিং করছে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট স্ট্রাইকার্স- ১৩৭/৪ (২০ ওভার) (টেক্টর ৪৫, বার্ল ৩৪*, জাকির ৩১; বিলাল ৩/২৪)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ৯২/১ (১২ওভার)