কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুলহাস মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত জুলহাস মিয়া উপজেলার চন্দ্রখানা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
আহতরা হলেন, উপজেলার ভাঙ্গামোড় এলাকার শাহজাহান আলী (৮০) পানিমাছকুটি গ্রামের আবেদ আলী (৫০) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মোটরসাইকেল চালক সামিউল ইসলাম (৩৫)।
জানা গেছে, মঙ্গলবার সকালে ফুলবাড়ী থেকে সিএনজি যোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন জুলহাস মিয়া সহ অন্যান্যরা। সিএনজিটি ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের আছিয়ার বাজার পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী জুলহাস মিয়া, আবেদ আলী, শাহজাহান আলী ও মোটরসাইকেল চালক সামিউল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন । কিন্তু জুলহাস ও সামিউলের অবস্থা আশংকাজনক হওয়ায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার দিকে জুলহাস মিয়ার মৃত্যু হয়।
অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সামিউল ইসলামের অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে সামিউলের ভাই রিপন জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি