মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে ডিম কিনতে পারে সেজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এছাড়া রমজানকে সামনে রেখে চাল ডালের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস ও ডিম ন্যায্যমূল্যে বিক্রি হবে বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
আজ বুধবার (১৭ জানুয়ারী) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, যারা সিন্ডিকেট করে বিক্রি করে তাদের মানবিক মূল্যবোধ আছে কিনা, সেটি বিবেচ্য বিষয়। কঠোর নজরদারির পাশাপাশি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। একই সঙ্গে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। রমজান সামনে রেখে মাছ, মাংস ও ডিমের মতো পণ্যগুলো কম দামে টিসিবির মতো ট্রাকে করে বিক্রি করা হবে। রমজান শুরুর অন্তত এক সপ্তাহ আগে থেকে এই কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে ভর্তুকি দেবে মন্ত্রণালয়।
মন্ত্রী আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন। সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক। এরপরও দাম বেশি কেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। মাংস ডিম এবং মাছের মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে বলেও এসময় জানান মো. আব্দুর রহমান।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১৫ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি