চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ বুধবার (১২ জুন) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গারটেক্স গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার গুদামটিতে লাগা আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ গনমাধ্যমে জানান-খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন চলছে নির্বাপণ কাজ। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে জানা যাবে।
উল্লেখ্য, ঝুটের গুদামটিতে গার্মেন্টসের বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঝুট কাপড় ও সুতা থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে গুদামের চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি