রাশিয়ার মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। রাশান ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোর কনসার্ট হলে হামলায় অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আট শিশুসহ অন্তত ১৮৭ জন আহত হয়েছেন।
এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো কনসার্ট হলে হামলার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।
এর মধ্যে চারজন সরাসরি এই হামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে রাশিয়া। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা জানিয়েছে বলে রাশিয়ান সংবাদ সংস্থাগুলো প্রতিবেদনে উল্লেখ করেছে।
উল্লেখ্য, আইএসআইএস সোশ্যাল মিডিয়ায় অনুমোদিত তাদের চ্যানেলে পোস্ট করা একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। ক্রোকাস সিটি হলে হামলার কয়েক ঘণ্টা পর এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম